thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী আর নেই

২০১৩ অক্টোবর ২৬ ০৮:৩১:২৭ ০০০০ 00 ০০ ০০:০০:০০
প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী আর নেই
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

শনিবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

গত ৯ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তির পর থেকেই তার ফুসফুসের অবস্থা ক্রমশ অবনতির দিকে যায়। বেশ কিছুদিন ধরেই গিয়াস কামালকে আইসিইউতে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছিল।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি গিয়াস কামাল চৌধুরী ১৯৬৪ সালে ‘ঢাকা টাইমস’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন এবং পরে ’দি মর্নিং নিউজ’এ যোগ দেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যোগ দেন। তিনি ’ভয়েস অব আমেরিকা’ (ভিওএ)-এর ঢাকা প্রতিনিধি ছিলেন এবং ‘দৈনিক খবরপত্র’ পত্রিকার সম্পাদকের দায়িত্বও পালন করেন।

তিনি কূটনীতিক হিসাবে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনেও দায়িত্ব পালন করেছেন। গিয়াস কামাল চৌধুরী ১৯৯২ সালে ‘একুশে পদক’ লাভ করেন।

ফেনী জেলার সদর উপজেলার শর্শদিতে ১৯৩৯ সালের ২১ জুলাই গিয়াস কামাল চৌধুরী জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।

(দিরিপোর্ট২৪/এএস/অক্টোবর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর