thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বগুড়ায় ছাত্রলীগের র‌্যালিতে ককটেল হামলা, আহত ৫

২০১৪ জানুয়ারি ০৪ ১৫:২১:৩৮
বগুড়ায় ছাত্রলীগের র‌্যালিতে ককটেল হামলা, আহত ৫

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিতে ককটেল হামলা চালিয়েছে হরতাল সমর্থনকারীরা। এতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৫ জন আহত হয়েছেন। ককটেল হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। আহতরা হলেন শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জিএ টিকুল, ছাত্রলীগ নেতা আয়নাল হক নয়ন, তোফাজ্জল হোসেন মায়া, শাওন এবং শামীম।

জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দীন দ্য রিপোর্টকে অভিযোগ করে বলেন, শহরের সাতমাথা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর থানার সামনে এলে ককটেল হামলা চালায় হরতাল সমর্থনকারীরা। এতে ছাত্রলীগ নেতা টিকুল, আয়নাল হক নয়ন, তোফাজ্জল হোসেন মায়া, শাওন ও শামীম আহত হন। আহতদের দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি এএইচএম ফয়জুর রহমান র‌্যালির সামনে ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করে বলেন, দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করতে পুলিশ সঙ্গে সঙ্গে ১১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এএইচ/এএস/আরকে/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর