thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশেই এশিয়া কাপ

২০১৪ জানুয়ারি ০৪ ১৫:৩২:১৫
বাংলাদেশেই এশিয়া কাপ

দ্য রিপোর্ট ডেস্ক : শঙ্কা শেষ; বাংলাদেশেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। দেশের রাজনৈতিক সংহিসতার কারণে প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল। সবকিছু পেছনে ফেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশেই হবে টুর্নামেন্ট।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত এসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশেই হবে এশিয়া কাপ। আমরা তাদের বুঝাতে সক্ষত হয়েছি। তাই এসিসির বোর্ড সদস্যরা আশ্বস্ত হয়েছেন।’

প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ হবে ২৫ ফেব্রুয়ারি। আর ফাইনাল হবে ৮ মার্চ।

সভায় সভাপতিত্ব করেছেন এসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি নাজমুল হাসান পাপন, ভারপ্রাপ্ত সিইও (বিসিবি) নিজামুদ্দিন চৌধুরী, পিসিবি’র সিইও সুবহান আহমেদ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রটারি নিশান্থা রানাতুঙ্গা।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর