thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার নিহত

২০১৪ জানুয়ারি ০৪ ১৬:৫০:৩২
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার নিহত

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আবুল বাশার (৩৮) নামে এক প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন। নিহত আবুল বাশার মহেশপুরে পৌর মহিলা কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক ও উপজেলার সাতপোতা গ্রামের মৃত হারেজ আলীর ছেলে।

ভোট কেন্দ্রে যাওয়ার পথে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সস্তার বাজার এলাকার হুদোর মোড়ে গাড়ি থেকে পড়ে তিনি মারা যান।

নিহত আবুল বাশার উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা এলাকার চাঁদরতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন দ্য রিপোর্টকে জানান, নিহত আবুল বাশার মহেশপুর নির্বাচন অফিস থেকে মালামাল নিয়ে ইঞ্জিনচালিত নসিমনে করে ভোট কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে সস্তার বাজার এলাকার হুদোর মোড়ে পৌঁছালে গাড়ি থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/টিএম/এমএইচও/সা/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর