thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে আগুন, ককটেল হামলা

২০১৪ জানুয়ারি ০৪ ১৭:১৯:৫৩
ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে আগুন, ককটেল হামলা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : জেলার শহরতলী ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শনিবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ৪টি বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

আগুনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি কক্ষে আগুনে সিলিং ফ্যান ও আসবাবপত্র পুড়ে যায়। এ ছাড়া শুক্রবার রাতে চর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও আগুন দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া শহরের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শনিবার সকালে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- বণিকপাড়ায় সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফারুকী পার্কের সামনে খ্রিস্টিয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়, পাওয়ার হাউজ রোডের তোফায়েল আজম কিন্ডারগার্ডেন, টেংকের পাড় এলাকায় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়ার কথা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, বিদ্যালয়ে কে বা কারা আগুন দেওয়ায় চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/এমএইচও/আরকে/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর