thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

চট্টগ্রামে ৫ কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্সে আগুন

২০১৪ জানুয়ারি ০৪ ১৮:৫২:৫৭
চট্টগ্রামে ৫ কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্সে আগুন

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫টি ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালেট পেপার ও ব্যালেট বাক্স আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ সময় পুলিশের দুটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কেন্দ্রগুলো হল মহিলা আর্দশ মাদ্রাসা, খায়রিয়া মাদ্রাসা, আজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ডেমশা বোর্ড অফিস, ডেমশা আলমগীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে এসব হামলার ঘটনা ঘটে।

পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, নির্বাচনী সরঞ্জামবোঝাই দুটি ছোট ট্রাকে আগুন দিয়েছে জামায়াত-শিবিরের লোকজন। নির্বাচনী সরঞ্জামের মধ্যে কি কি ছিল সেটা আমরা খতিয়ে দেখছি।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, উপজেলা সদর থেকে পুলিশ সদস্যদের প্রহরায় নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে যাবার সময় ছদাহা ইউনিয়নের ফকিরহাট এলাকায় এবং কেওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকায় দুটি পিকআপ ভ্যানে আকস্মিকভাবে হামলা করে দুর্বৃত্তরা। এসময় তারা পেট্রল ঢেলে গাড়ি দুটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/কেএইচএস/জেএম/জানুয়ারি ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর