thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সপ্তম রাউন্ডে জিয়ার ড্র

২০১৪ জানুয়ারি ০৪ ২০:৪১:২৫
সপ্তম রাউন্ডে জিয়ার ড্র

দ্য রিপোর্ট প্রতিবেদক : হেসটিংস ইন্টারন্যাশনাল চেস কংগ্রেসের মাস্টার্স দাবায় পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সপ্তম রাউন্ডে তিনি পয়েন্ট ভাগাভাগি করেছেন নিউজিল্যান্ডের ফিদে মাস্টার ক্রোয়াড নিকোলাসের সঙ্গে । ৭ খেলায় জিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট। অষ্টম রাউন্ডে তিনি ইংল্যান্ডের ওয়াডসওরথ ম্যাথিওর বিপক্ষে খেলবেন।

এ দিকে ভারতের হরিয়ানায় গুরগাঁও আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার্স দাবায় সায়মন সিদ্দিকুর পঞ্চম রাউন্ডে উজবেকিস্তানের ওরলভ ওটাবেকের সঙ্গে ড্র করেছেন। তবে জয়ের মুখ দেখেছেন যোয়ার হক প্রধান। যোয়ার ভারতের বিশেষ আগারওয়ালকে হারিয়েছেন। বাংলাদেশের অপর ২ দাবাড়ু শরীফ আহমেদ ভারতের আন্তর্জাতিক মাস্টার কার্তিকায়নের কাছে এবং এসএম স্মরন ভারতের অভিষেক কেলকারের কাছে হেরেছেন। ৫ ম্যাচ শেষে শরীফ, যোয়ার ও স্মরন ৩ পয়েন্ট করে এবং সায়মন আড়াই পয়েন্ট সংগ্রহ করেছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর