thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

আশুলিয়ায় ৪৯টি ককটেলসহ আটক ১

২০১৪ জানুয়ারি ০৪ ২১:২৭:১০
আশুলিয়ায় ৪৯টি ককটেলসহ আটক ১

সাভার সংবাদদাতা : সাভারের আশুলিয়ায় ৪৯টি ককটেলসহ একজনকে আটক করেছে র‌্যাব-৪। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে এ সব ককটেল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম জাকির (৫৬)। সে নরসিংদী এলাকার সাইফুল ইসলামের ছেলে।

র‌্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার হাজী মঈনুদ্দিন স্কুলের পাশে অভিযান চালানো হয়। এ সময় ৪৯টি ককটেলসহ জাকিরকে আটক করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল ফয়জুল আহম্মেদ দ্য রিপোর্টকে বলেন, ছদ্মবেশে ক্রেতা সেজে ককটেল কেনার সময় তাকে আটক করা হয়। এ ছাড়া আটক জাকির নরসিংদী থেকে এসে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বোমা তৈরি ও বিক্রি করতো বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর