thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

চট্টগ্রামে এক যোগে ২০০ ককটেল বিস্ফোণ

২০১৪ জানুয়ারি ০৪ ২১:৪৪:১০
চট্টগ্রামে এক যোগে ২০০ ককটেল বিস্ফোণ

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে এক যোগে প্রায় শতাধিক ভোট কেন্দ্রের সামনে দুই শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে এ সব বিস্ফোরণের ঘটনা ঘটে।

নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার (গোয়েন্দা) জানান, নগরীর আন্দরকিল্লা, জামাল খান, কলসি দিঘির পাড়, আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যম হালিশহর এলাকায় আহমিদয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসকার দিঘীর পাড় এলাকায় লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, মোমিন রোডে কদম মোবারক স্কুলের সামনে, রহমতগঞ্জ মোড়ে, কাটগড় এলাকায়, সীতাকুণ্ডে তুলাতলি এলাকায় জলিল টেক্সটাইল প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক ভোট কেন্দ্রের সামনে এ সব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় নগর জুড়ে আতঙ্ক বিরাজ করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, বন্দর এলাকায় দুটি ভোট কেন্দ্রের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটেছে।

নগর পুলিশের কোতয়ালি জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ বলেন, লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর