thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

যশোরে র‌্যাবের গুলিতে আহত ৫

২০১৪ জানুয়ারি ০৫ ০১:১৯:৩৯
যশোরে র‌্যাবের গুলিতে আহত ৫

যশোর সংবাদদাতা : ১৮ দলের দেওয়া অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ও শনিবারের সকাল-সন্ধ্যা হরতালে যশোরে ৫ জন আহত হয়েছে।

জেলার রূপদিয়া উপজেলায় হরতালকারীদের ইটপাটকেলের আঘাতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় র‌্যাবের গুলিতে শিবিরের তিন কর্মী আহত হন।

যশোর-বেনাপোল সড়কের চাঁচড়াসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ১৮ দলের নেতাকর্মীরা।

চাঁচড়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে সকালে ১৮ দলের কয়েক হাজার নেতাকর্মী মিছিল করে। পরে তারা যশোর-বেনাপোল সড়কের উপর বসে সরকার বিরোধী স্লোগান দেন।

এ দিকে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় র‌্যাব অবরোধকারীদের হটাতে লাঠিচার্জ করে। অবরোধকারীরা পাল্টা হামলা চালালে পরপর ৬ রাউন্ড গুলি করে র‌্যাব সদস্যরা।

র‌্যাবের মেজর রাজিব দ্য রিপোর্টকে জানান, অবরোধকারীরা তাদের একটি গাড়ি ভাঙচুর ও দুটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে তাদের দু’জন সদস্য আহত হয়েছেন।

এ দিকে, ছাত্রশিবিরের রূপদিয়া এলাকার নেতাকর্মীরা অভিযোগ করেছেন, র‌্যাবের গুলিতে তাদের তিনকর্মী আহত হয়েছে। তারা গোপনে চিকিৎসা নিচ্ছে।

ছাত্রশিবির যশোর জেলা (পশ্চিম) শাখার সভাপতি মহিউদ্দিন মহি র‌্যাবের গুলিতে তাদের দু’জন কর্মী ও সংঘর্ষে একজন আহতের কথা স্বীকার করেছেন।

(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর