thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

লালমনিরহাটে ব্যালট পেপারসহ পুলিশ ভ্যানে আগুন

২০১৪ জানুয়ারি ০৫ ০২:৫০:৪২
লালমনিরহাটে ব্যালট পেপারসহ পুলিশ ভ্যানে আগুন

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাট-৩ (সদর) আসনে ব্যালট পেপার, বাক্সসহ পুলিশ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের কুশামারী এলাকায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্র কুর্শামারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত পুলিশের গাড়ি লক্ষ্য করে আগুন ছুড়ে পালিয়ে যায়।

এতে গাড়ির সকল ব্যালট পেপার ও বাক্সসহ ভ্যানটি পুড়ে যায় বলে জানান তিনি।

এ দিকে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকায় হাত বোমাসহ মনির হোসেন ও আতোয়ার রহমান নামে দুই শিবিরকর্মীকে স্থানীয় জনতা আটক করে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানান পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান।

(দ্য রিপোর্ট/টি/এমএইচও/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর