thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঠাকুরগাঁয়ে ভোটকেন্দ্রে আগুনে আহত ২ প্রিজাইডিং অফিসার

২০১৪ জানুয়ারি ০৫ ০৩:৫৫:৪৫
ঠাকুরগাঁয়ে ভোটকেন্দ্রে আগুনে আহত ২ প্রিজাইডিং অফিসার

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁয়ের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে শনিবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এ ছাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ আরো কয়েকটি কেন্দ্রের সামনে রাস্তায় আগুন দিয়েছে তারা। এ সময় দুই প্রিজাইডিং অফিসার আহত হয়েছেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম আযম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভোলাজান মাদ্রাসার প্রিজাইডিং অফিসার কুতুবউদ্দিন আহত হয়েছেন। এছাড়া ওই কেন্দ্রের ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

তিনি আরো জানান, পেট্রোল বোমায় ঝলসে গেছে একই উপজেলার ঝাড়গাও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার রেজাউল করিমের শরীর।তাদের দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে সদর উপজেলার বিআখরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ দুটি কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তদের মালামালসহ প্রত্যাহার করা হয়েছে। তারা উপজেলা হলরুমে রাত্রি যাপন করছেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর