thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ধামরাইয়ে বাসে আগুন আহত ৫

২০১৪ জানুয়ারি ০৫ ০৬:২৩:২০
ধামরাইয়ে বাসে আগুন আহত ৫

ধামরাই সংবাদদাতা : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডে শনিবার রাত সাড়ে সাতটার দিকে শ্রমিকবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় বাসের চালক সফিকুল ইসলাম ও হেলপার আপনসহ তিন পথচারী আহত হয়েছে।

বাস চালক জানান, ঢাকা ইপিজেডের নতুন জোনের কারখানার শ্রমিক নিয়ে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে গাড়িটি বাস্তার পাশে রাখি। হঠাৎ করে একটি মোটর সাইকেলযোগে দুই আরোহী বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মোটর নবীনগরের দিকে চলে যায়। মুহুর্তের মধ্যে বাসটি আগুনে পুড়ে যায়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং নাশকতা সৃষ্টিকারীদের গ্রেফতারের আশ্বাস দেন।

(দ্য রিপোর্ট/এমআর/এআইএম/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর