thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

রাজশাহীতে ভোটগ্রহণ শুরু

২০১৪ জানুয়ারি ০৫ ০৮:৩৭:২৯
রাজশাহীতে ভোটগ্রহণ শুরু

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে একজন করে প্রার্থী থাকায় অপর দুটি কেন্দ্রে দশম সংসদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আসন দুটি হলো পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৩ এবং বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসন।

দুটি আসনে মোট ভোটকেন্দ্র ২১৭টি। এর মধ্যে রাজশাহী-৩ আসনে ১১৮টি এবং রাজশাহী-৬ আসনে ৯৯টি। দুই আসনের ২১৭টি কেন্দ্রের মধ্যে ১৬৬টি অধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। দুই আসনে মোট ভোটার ৫ লাখ ৯৩ হাজার ৫৩২ জন ভোটার। এর মধ্যে রাজশাহী-৩ আসনে ৩ লাখ ১৯ হাজার ৭৯৯ জন এবং রাজশাহী-৬ আসনে ২ লাখ ৭৩ হাজার ৮০৯ জন।

রাজশাহীর দুটি আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত আয়েন উদ্দিন (নৌকা), স্বতন্ত্র হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা (কলস) ও জাতীয় পার্টির (এরশাদ) শাহাবুদ্দিন বাচ্চু (লাঙ্গল) এবং রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের শাহরিয়ার আলম (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী নেতা রায়হেনুল হক (প্রজাপতি)।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর