thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মুন্সীগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

২০১৪ জানুয়ারি ০৫ ০৯:১৮:২০
মুন্সীগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জে ৩টি আসনের মধ্যে ২টি নির্বাচনী আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ-১ নির্বাচনী আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৭৫৬ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ১৪৬টি। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী সুকুমার রঞ্জন ঘোষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাসদের অ্যাডভোকেট নাসিরুজ্জমান খান ও জেপির নুর মোহাম্মদ।

মুন্সীগঞ্জ-২ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৭১৪ জন। এ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১১৯টি। আওয়ামী লীগ প্রার্থী হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক এমপি মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম ও খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল ওয়াদুদ।

তীব্র শীতের কারণে সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরা টহল দিচ্ছেন।

একাধিক প্রার্থী না থাকায় মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মৃণাল কান্তি দাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ কারণে এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

(দ্য রিপোর্ট/এমএস/এমএআর/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর