thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঢাকা-৭ আসনের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

২০১৪ জানুয়ারি ০৫ ১০:২৮:২৩
ঢাকা-৭ আসনের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকায় (ঢাকা-৭ আসন) কয়েকটি ভোটকেন্দ্রের আশপাশে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে রবিবার সকাল পৌনে দশটার দিকে আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক হাসিবুর রহমান মানিককে লক্ষ্য করে একটি ককটেল ছোঁড়ে দুর্বৃত্তরা। এদিকে চানখারপুল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায় রবিবার পৌনে ৯টার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এদিকে সকাল ৬টার পর থেকেই ঢাকা-৭ আসনের কয়েকটি ভোটকেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজে, রহমতগঞ্জ কলেজ, বকশীবাজার ড. শহীদুল্লাহ কলেজ, আশরাফ আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের আশেপাশে এসব ককটেল বিস্ফোরণ ঘটে।

বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বলেন, পৌনে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত চানখারপুল এলাকায় দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মোত্তাকিন দ্য রিপোর্টকে বলেন, ভোট কেন্দ্রের আশেপাশে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচএ-এনইউডি/ এমডি/ জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর