thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘নির্বাচনবিরোধীরা দিন শেষে হতাশ হবেন’

২০১৪ জানুয়ারি ০৫ ১১:৫২:১৪
‘নির্বাচনবিরোধীরা দিন শেষে হতাশ হবেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশ-বিদেশের যারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছিলেন দিন শেষে তারা হতাশ হবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকালে নির্বাচনী পরিস্থিতি নিয়ে দেশবাসীকে অবহিত করতে আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শৈত্যপ্রবাহের কারণে সকালের দিকে ভোটার উপস্থিতি কম আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।

ভোটকেন্দ্রে চলা সহিংসতা বিষয়ে তিনি বলেন, সব নির্বাচনেই কম-বেশি গণ্ডগোল হয়। এবারের নির্বাচন নিয়ে ঘটা সহিংসতা অন্যবারের চেয়ে ব্যতিক্রম কিছু না। গতকালের তুলনায় আজকে সহিংসতা কমেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিক্ষিপ্ত কিছু সমস্যায় উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যারা নির্বাচনকে পণ্ড করতে চেয়েছিলেন তাদের পরিকল্পনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফলতার সঙ্গে পণ্ড করে দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এবং এনামুল হক শামীম প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিকে/এমডি/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর