thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

মহেশপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

২০১৪ জানুয়ারি ০৫ ১২:৩৩:১৭
মহেশপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলিয়ার রহমানকে কুপিয়ে আহত করেছে জামায়াত-বিএনপি সমর্থকরা। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার নোয়ানিপাড়ার মোড়ে এ ঘটনা ঘটে।

আহত অলিয়ার বামনগাছি গ্রামের মনির উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় নাটিমা মৎস্য ও বাঁওড় উন্নয়ন প্রকল্পের সাধারণ সম্পাদক।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী অধ্যক্ষ নবী নেওয়াজ দ্য রিপোর্টকে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক অলিয়ার সকালে ভোটারদের কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিলেন। এ সময় জামায়াত-বিএনপির কর্মীরা তাকে কুপিয়ে জখম করে।

মহেশপুর থানার ওসি আকরাম হোসেন আওয়ামী লীগ নেতা অলিয়ার জখমের ঘটনা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/টিএম/এফএস/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর