thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘বিরোধী দলের সহিংসতা কঠোর হস্তে দমন করবে সরকার’

২০১৪ জানুয়ারি ০৫ ১২:৪৬:২৪
‘বিরোধী দলের সহিংসতা কঠোর হস্তে দমন করবে সরকার’

কুষ্টিয়া সংবাদদাতা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারবেন। এ নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হানিফ। রবিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী হানিফ সরকারি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিরোধী দল এ নির্বাচন বানচাল ও প্রতিহতের দাবিতে আন্দোলন করে আসছে। নির্বাচনের পরে তাদের আর নাশকতা চালানোর প্রয়োজন হবে না। এরপরও যারা সহিংসতার চেষ্টা চালাবে, নির্বাচিত সরকার তাদের কঠোরহস্তে দমন করবে।

(দ্য রিপোর্ট/এফএইচ/এএস/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর