thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

আত্মবিশ্বাসী বাংলাদেশ, বেকায়দায় নিউজিল্যান্ড

২০১৩ অক্টোবর ২৮ ১৬:৫২:৪৯
আত্মবিশ্বাসী বাংলাদেশ, বেকায়দায় নিউজিল্যান্ড

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ধারাবাহিক পারফর্ম করছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজ ড্র হওয়ার পর আত্মবিশ্বাসী টাইগাররা মঙ্গলবার প্রথম ওয়ানডে খেলবে সফরকারীদের বিপক্ষে।

চট্টগ্রাম ও ঢাকা টেস্টে ভালো খেলেছে মুশফিকুর রহিমের দল। তামিম ইকবাল, সাকিব আল হাসান, সোহাগ গাজী, মমিনুল হক, মুশফিকুর রহিম ও আব্দুর রাজ্জাক ধারাবাহিক ছিলেন। ওয়ানডেতেও সে ধারা অব্যাহত রাখতে টাইগার শিবিরে যোগ হয়েছেন অভিজ্ঞ পেসার মাশরাফি বিন মর্তুজা।

তিন বছর আগে ঘরের মাটিতে কিউই দলকে ওয়ানডে সিরিজে ৪-০ তে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকরা। প্রথম ওয়ানডে শুরুর আগে এই সুখ স্মৃতি নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুরের মতে, আশা করি ভালো করবে দল। মাঠে যথাযথভাবে নিজেদের মেলে ধরতে পারবো আমরা।

রবিবার অনুশীলনের সময় চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছেন বোলার শফিউল ইসলাম। এছাড়া দলে কোনো চোট সমস্যা নেই।

স্বাগতিকদের চেয়ে চাপে থাকবে নিউজিল্যান্ড। যদিও চাপ কাটিয়ে উঠতে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তারা। তারপরও বাংলাদেশের কাছে তিন বছর আগে হোয়াইটওয়াশ হওয়ার ব্যথা তাড়িয়ে বেড়াবে তাদের!

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে দুপুর দেড়টায়।

(দিরিপোর্ট২৪/সিজি/এমডি/ অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর