thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

এগিয়ে হাসিনা, পিছিয়ে এরশাদ

২০১৪ জানুয়ারি ০৫ ২১:০১:৩৪
এগিয়ে হাসিনা, পিছিয়ে এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনের ৬০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অন্যদিকে লালমনিরহাট-১ আসনের ৪৭টি কেন্দ্রের ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে পিছিয়ে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফলে রংপুর-৬ আসনের ১০৬টি কেন্দ্রের মধ্যে ৬০টির প্রাপ্ত ফলাফল অনুযায়ী শেখ হাসিনা ৮৪৭৯৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নুর আলম মিয়া পেয়েছেন ২৮১৬ ভোট। এই আসনে দুটি কেন্দ্র স্থগিত রাখা হয়েছে।

অপরদিকে লালমনিরহাট-১ আসনে হুসেইন মুহম্মদ এরশাদ ১৬৯০ ভোট পেয়ে অন্য দুই প্রার্থী থেকে পিছিয়ে রয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. ছাদেকুল ইসলাম ১৭৯৭ ভোট এবং আওয়ামী লীগের মো. মোতাহার হোসেন ৬১৭৭৭ ভোট পেয়েছেন।

তবে রংপুর-৩ আসনের ৬১ কেন্দ্রের ফলাফলে ২৬৫৫১ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী জাসদের প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন। জাসদের সাব্বির আহমেদ পেয়েছেন ৮৬৫১ ভোট।

(দ্য রিপোর্ট/এমএস-আরএইচ-এসআর/এমসি/ এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর