thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মেহেরপুর-১ আসনে আ.লীগ, ২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

২০১৪ জানুয়ারি ০৫ ২১:৪১:২৫
মেহেরপুর-১ আসনে আ.লীগ, ২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৯ হাজার ৪১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১৪ হাজার ৩০ ভোট।

মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ প্রার্থী এম এ খালেককে ১০ হাজার চারশ ভোটে পরাজিত করে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন। তিনি ফুটবল প্রতীক নিয়ে ৪৬ হাজার ৭৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এম এ খালেক নৌকা প্রতীক নিয়ে ৩৬ হাজার ৪৮৯ ভোট পেয়েছেন।

মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মাহমুদ হোসেন ফলাফল ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমআর/এমএআর/এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর