thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

ফল ঘোষণা না করেই কমিশন ছাড়লেন সিইসি

২০১৪ জানুয়ারি ০৬ ০২:৪৪:০০
ফল ঘোষণা না করেই কমিশন ছাড়লেন সিইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনের ফল ঘোষণা না করেই রবিবার রাত আড়াইটায় নির্বাচন কমিশন সচিবালয় ত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। এর আগে দায়সারা এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এখন পর্যন্ত তার কাছে সারাদেশের ভোটকেন্দ্রের চিত্র নেই।

ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সংবাদ সম্মেলনে কোনো তথ্যই দিতে পারেননি সিইসি।

তবে এর অনেক আগে থেকেই গণমাধ্যমগুলোতে সারাদেশের ভোটকেন্দ্রগুলোর ফলাফল প্রচারিত হয়ে গেছে।

সিইসির কাছে জানতে চাওয়া হয়েছিল- সারাদেশে ভোটার উপস্থিতির হার কত শতাংশ, কতগুলো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে, সহিংসতা প্রতিরোধে সেনাবাহিনীর তৎপরতা কেমন ছিল। এ সব প্রশ্নের একটিরও সদুত্তর দিতে পারেননি সিইসি।

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে সারাদেশের তথ্য এসে পৌঁছায়নি। কত শতাংশ ভোট পড়েছে এটা জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে ৯৭ শতাংশ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন সিইসি।

সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে বলেন, যেভাবে চেয়েছি তাদের সেভাবেই পেয়েছি।

নির্বাচন নিয়ে তিনি সন্তুষ্ট কিনা, জানতে চাইলে সিইসি বলেন, সবার অংশগ্রহণে নির্বাচন হলে সেটা সবচেয়ে সুন্দর হতো। আমরা সেটা চেষ্টাও করেছিলাম। সময়ও দিয়েছিলাম। আমরা কোনো ত্রুটি রাখিনি।

(দ্য রিপোর্ট/এমএস/আরএইচ/এসআর/এসবি/শাহ/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর