thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ধরাশায়ী হেভিওয়েটরা

২০১৪ জানুয়ারি ০৬ ০৫:৩৭:৩৯
ধরাশায়ী হেভিওয়েটরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ আসনের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল ৪৯ জন। ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।

অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থীদের কাছে হেরেছেন জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী হুসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদের।

সর্বশেষ ফল থেকে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান পরাজিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলামের কাছে। ঢাকা-১ আসনের ভোটের ফল থেকে জানা গেছে, সালমা ইসলাম পেয়েছেন ৫৩ হাজার ৩৪১ ভোট, যার বিপরীতে আবদুল মান্নান খান পেয়েছেন ৪৮ হাজার ৬৮৯ ভোট।

ঢাকা-৭ আসনে বিদ্রোহী প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম পরাজিত করেছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও দলের মনোনীতি প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে। হাজী সেলিম পান ৪২ হাজার ৭ ভোট ও মোস্তফা জালাল মহিউদ্দিন পেয়েছেন ৩০ হাজার ৩৩৮ ভোট।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ফরিদপুর-৪ আসনে মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) কাছে পরাজিত হয়েছেন। মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়। এ আসনে জনসভা করে কাজী জাফরউল্লাহর পক্ষে ভোট চেয়েছিলেন দলের সভাপতি শেখ হাসিনা।

মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী এম এ খালেক ভোট পেয়েছেন ৩৬ হাজার ৪৭৯ ভোট। এই আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন পেয়েছেন ৪৬ হাজার ৭৭০ ভোট। ফেনী-৩ আসনে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী রহিমুল্লাহ। নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা পরাজিত করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জহুরুল হক ভূঁইয়াকে। নরসিংদী-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জায়েদুল কবির পরাজিত হয়েছেন কামরুল আশরাফ খানের কাছে। জায়েদুল কবির নৌকা প্রতীকে নির্বাচন করেন।

অন্যদিকে লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের মোতাহার হোসেনের কাজে পরাজিত হন হুসেইন মুহম্মদ এরশাদ। মোতাহার পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ২৭৩ ভোট আর এরশাদ পেয়েছেন ৭ হাজার ৮২৭ ভোট। লালমনিরহাট-৩ আসনে পরাজিত হয়েছেন জিএম কাদের।

উল্লেখ্য, প্রধান বিরোধী দল বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটের আগেই ১৫৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় নিশ্চিত করেন। যার মধ্যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ১২৭ জন।

(দ্য রিপোর্ট/এইচআর/এসবি/শাহ/জানুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর