thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

২১ জেলায় ৫৪৬ কেন্দ্রে ভোট স্থগিত

২০১৪ জানুয়ারি ০৬ ১৬:১১:২১
২১ জেলায় ৫৪৬ কেন্দ্রে ভোট স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে রবিবার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ২১ জেলার ৫৪৬টি ভোটকেন্দ্র স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তারা। ব্যালট পেপার ছিনতাই এবং পুড়িয়ে ফেলায় এ সব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

২১ জেলার ৩৬ আসনে বন্ধ করে দেওয়া ভোটকেন্দ্রগুলো হল-

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ এর ১৯টি কেন্দ্র- ৪৩, ৬২, ৬৫, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৮২, ৮৪, ১০৬, ১৪২, ১৪৬, ১৪৭, ১৫০, ১৫১, ১৫৩ ও ১৬১। ঠাকুরগাঁও-৩ এর ৯৫।

দিনাজপুর : দিনাজপুর-১ এর ২টি কেন্দ্র- ৯৫ ও ৯৯। দিনাজপুর-৩ এর ২টি কেন্দ্র-৪৬ ও ৬২। দিনাজপুর-৪ এর ৩৫টি কেন্দ্র ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ১০, ১১, ১৪, ১৬, ১৭, ১৯, ২০, ২১, ২৪, ২৫, ৩০, ৩১, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৯, ৫১, ৫২, ৫৪ ও ৫৬। দিনজিপুর-৫ এর ১টি কেন্দ্র- ৪৯। দিনাজপুর-৬ এর ৭টি কেন্দ্র- ২৯, ৪৩, ১৩২, ১৪৫, ১৫২, ১৫৬ ও ১৬০।

নীলফামারী : নীলফমারী-১ এর ১১টি কেন্দ্র -৫৬, ৮৭, ৮৮, ৮৯, ১০৪, ১০৫, ১০৬, ১০৮, ১০৯, ১১২ ও ১২৭। নীলফামারী-৩ এর চারটি কেন্দ্র- ১৫, ৬১, ৬৩ ও ৬৪।

রংপুর : রংপুর-৩ এর ৭টি কেন্দ্র- ২৩, ২৬, ২৮, ২৯, ৩২, ৩৪ ও ৫১। রংপুর-৪ এর ৪৫টি কেন্দ্র ৪৪, ৫৭, ৬৩, ৬৪, ৬৮, ৬৯, ৭৯, ৮৩, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৭, ৯৮, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৬, ১০৭, ১০৯, ১১০, ১১১, ১১২, ১১৪, ১১৫, ১১৬, ১১৭, ১১৮, ১১৯, ১২০, ১২১, ১২২, ১৩৩, ১৩৪, ১৩৫, ১৪২, ১৪৩, ১৪৫, ১৪৯, ১৫০, ১৫৪ ও ১৫৮। রংপুর-৬ এর দুটি কেন্দ্র ০১ ও ৪৬।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম-১ এর ১টি ৭৬। কুড়িগ্রাম-৪ এর দুটি কেন্দ্র- ২৩ ও ৩৫।

গাইবান্ধা : গাইবান্ধা-১ এর ৫৪টি কেন্দ্র : ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৩২, ৪১, ৪৩, ৪৪, ৪৫, ৫৮, ৬৪, ৬৫, ১০, ৪০, ৫২, ৬৭, ৬৯, ৮১, ৫৯, ০৫, ১১, ৬২, ৬৩, ৫৬, ৫৭, ২৪, ২৫, ৭১, ৭২, ৯২, ৭৫, ৯০, ১২, ১৩, ১৪, ৪৭, ৬৬, ৬৮, ৭৩, ৮০, ৭৮, ৩৮, ৩৯, ৮৩, ৪৯ ও ৭৪। গাইবান্ধা-২ এর ১২টি কেন্দ্র ০২, ০৪, ১০, ১৬, ৩৯, ৪০, ৭৭, ৩৪, ৩৬, ৩৭ ও ৩৮। গাইবান্ধা-৩ এর ৮০টি কেন্দ্র ০৪, ১৫, ১৬, ১৯, ২২, ২৩, ২৫, ৩৩, ৩৪, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৫, ৫৭, ৫৮, ৫৯, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৭, ০৫, ৩৫, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১, ১১২, ১১৩, ১১৪, ১১৫, ১১৬, ১১৭, ১১৮, ১১৯ ও ১২০। গাইবান্ধা-৪ এর ৭২টি কেন্দ্র ১১, ১৩, ১৪, ১৫, ১৬, ২০, ২১, ২২, ২৪, ২৫, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৫১, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৬১, ৬৬, ৬৭, ৭৩, ৭৫, ৭৬, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮৩, ৯০, ১১৩, ১২২, ১২৫, ১২৯, ৬৩, ০৬, ০১, ০২, ০৩, ০৪, ১০, ১৭, ১৮, ৪৯, ৫২, ৬৪, ৭০, ৯৪, ৯৫, ৯৬, ১০০, ১১০, ১১৪, ১১৭, ৬৫, ১২১ ও ৫০।

বগুড়া : বগুড়া-৭ এর ৪৬টি কেন্দ্র ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৬, ৩৮, ৪০, ৪১, ৪৩, ৪৪, ৫৭, ৫৯, ৬০, ৬১, ৬৬, ৬৭, ৭০, ৭৩, ৭৬, ৭৮, ৮২, ৮৩, ৮৪, ৮৬, ৮৭ ও ৮৮।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৫ এর একটি কেন্দ্র ৪৮।

ঝিনাইদহ : ঝিনাইদহ-৩ এর ২০টি কেন্দ্র ৩৪, ৪৬, ৪৭, ৫০, ৫৬, ৬৮, ৬৯, ১০২, ১০৪, ১০৬, ১১৩, ১১৪, ১২৪, ১২৮, ১৩১, ১৩৩, ১৪২, ১৪৩, ১৪৬ ও ১৪৭।

যশোর : যশোর-৫ এর ৬০টি কেন্দ্র ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ ২৭, ৩০, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৪০, ৪১, ৪৫,৬২, ৬৩, ৬৯, ৭০, ৭১, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৭, ৯৮, ১০০, ১০৪, ১০৬, ১০৭, ১১১ ও ১২২।

মাগুড়া : মাগুড়া-২ এর ২টি কেন্দ্র ৯৭ ও ৯৮।

জামালপুর : জামালপুর-৪ এর ২টি কেন্দ্র ৫৮ ও ৬১।

শেরপুর : শেরপুর-১ এর ২৭। শেরপুর-৩ এর ৫৮।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ-১ এর ১০৩।

মৌলভীবাজার : মৌলভীবাজার-১ এর ৫৪।

হবিগঞ্জ : হবিগঞ্জ-২ এর ২টি কেন্দ্র ০৯ ও ১১।

ব্রহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৫ এর দুটি কেন্দ্র ৩৯ ও ৪৩। কুমিল্লা : কুমিল্লা-৩ এর ৭৩। কুমিল্লা-৯ এর ১৫টি কেন্দ্র ৬২, ৬৩, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৭১, ৭২, ৭৩, ৯১, ১১০, ১১২, ১১৩, ১১৫ ও ১১৬।

ফেনী : ফেনী-৩ এর ৯২।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-১ এর ২১টি কেন্দ্র ১২, ৩৫, ১৭, ১৬, ১৯, ২০, ৩১, ৩২, ৩৬, ৫১, ৫৩, ৬৩, ৬৬, ৪০, ৪৫, ৩৩, ৫০, ৪১, ২৪, ৩৪ ও ৪৭। লক্ষ্মীপুর-৪ এর ১০টি কেন্দ্র ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৫, ৮৩, ৮৫, ৯৬, ১০৭ ও ৭৭।

চট্টগ্রাম : চট্টগ্রাম-১৫ এর ২টি কেন্দ্র ৪৬ ও ৪৮।

(দ্য রিপোর্ট/এমএস/এমএআর/এসএ/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর