thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

‘বিএনপি অনুপস্থিত থাকায় নির্বাচন উৎসবমুখর হয়নি’

২০১৪ জানুয়ারি ০৭ ০২:২৬:৪২
‘বিএনপি অনুপস্থিত থাকায় নির্বাচন উৎসবমুখর হয়নি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধান বিরোধী দল বিএনপি অনুপস্থিত থাকায় দশম জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রাজধানীর বিয়াম মিলনায়তনে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিবিসি বাংলা সংলাপে প্যানেল আলোচনায় এ কথা বলেন তিনি।

নির্বাচনে জালভোটের অভিযোগের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রথম আলো বলতে পেরেছে কয়টাতে (কয়টি ভোট কেন্দ্রে) জালভোট পড়েছে? ১৯৭৩ সাল থেকে প্রতিটি নির্বাচনে সরকারি কর্মকর্তা, প্রিসাইডিং অফিসারদের বিরুদ্ধে জালভোটের অভিযোগ ছিল। আমাদের দেখতে হবে সংখ্যানুপাত। ১৮ হাজার ভোটকেন্দ্রের মধ্যে দুই-তিনটিতে এ রকম ঘটনা ঘটতেই পারে।

একদলীয় নির্বাচন করার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘একটা বিরূপ পরিস্থিতির মধ্যে নির্বাচন হয়েছে। প্রধান বিরোধী দলসহ অন্যান্য দল নির্বাচনে অনুপস্থিত থেকেছে। বিএনপি অনুপস্থিত থাকায় নির্বাচন উৎসবমুখর হয়নি। তাই বলে নির্বাচনে এমন কোনো ত্রুটি হয়নি যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ চাপে পড়বে।’

হাসানুল হক ইনু বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। তবে তার আগে বেগম খালেদা জিয়াকে জামায়াত ও যুদ্ধাপরাধী যারা তার সঙ্গে আছেন তাদের ছাড়তে হবে। তাদের নিয়ে কোনো সংলাপ হবে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সংলাপ তো জঙ্গিবাদ ও সহিংসতার মধ্যে হতে পারে না। গণতন্ত্র নিয়ে সংলাপ প্রতিদিন হতে পারে। তাছাড়া বিরোধী দল তো এখন পর্যন্ত নির্দলীয় সরকারের কাঠামোই ঠিক করতে পারেননি। তাহলে আলোচনা কী নিয়ে হবে।’

তিনি বলেন, ‘কোন ত্রুটি-বিচ্যুতির কারণে অভিযোগ উত্থাপন করবেন? অতীতের তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনেও তো পরাজিত প্রার্থীরা নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’

আলোচনায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী নীল দলের শিক্ষক মেসবাহ কামাল।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/শাহ/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর