thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রও হতাশ

২০১৪ জানুয়ারি ০৭ ০৯:২৮:৪১
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রও হতাশ

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রও। অর্ধেকের বেশি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এবং অন্য আসনগুলোতে নামেমাত্র প্রার্থী থাকায় সদ্যসমাপ্ত নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নেই ও এ নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ এ সব কথা জানান।

ওই বিবৃতিতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন নির্বাচনের জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ওই বিবৃতিতে সব সময় বাংলাদেশের জনগণকে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ওই বিবৃতিতে বাংলাদেশে চলমান সহিংসতার নিন্দা জানানো হয়েছে। রাজনৈতিক প্রক্রিয়ায় সহিংসতা গ্রহণযোগ্য নয় বলে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আসন্ন দিনগুলোতে বাংলাদেশের গণতন্ত্রের ঐতিহ্য ধরে রাখার উপায় বের করার কথা বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর