thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

সহিংসতা বন্ধ ও সংলাপের আহ্বান জাতিসংঘের

২০১৪ জানুয়ারি ০৭ ০৯:৫০:৩৫
সহিংসতা বন্ধ ও সংলাপের আহ্বান জাতিসংঘের

দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট ভয়াবহ সহিংসতার ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। তিনি এই সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এ সব সহিংসতা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি রাজনৈতিক প্রক্রিয়ায় আসার আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ সব কথা জানান।

ওই বিবৃতিতে বলা হয়েছে, বান কি মুন রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে একমত না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে বান কি মুন সব পক্ষের প্রতি আত্মসংবরণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি জনগণের ভোটপ্রদান ও তাদের মতপ্রকাশের অধিকার রক্ষায় শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

তিনি বলেন, ‘সহিংসতা ও জনগণের জানমালের ওপর হামলা কখনোই গ্রহণযোগ্য হবে না।’

বিবৃতিতে তিনি রাজনৈতিক দলগুলোকে ফলপ্রসূ সংলাপ শুরু করার আহ্বান জানান।

জাতিসংঘ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে জানান বান কি মুন।

(দ্য রিপোর্ট/ কেএন/এমডি/শাহ/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর