thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

২০১৪ জানুয়ারি ০৭ ১৪:৩০:০৮
রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনের লা লিগায় সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে তারা ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলটা ডি ভিগোকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ভিগোর বিপক্ষে জয় পেয়ে দারুণভাবে নতুন বছর শুরু করেছে রিয়াল। গোল পেয়েছেন রোনালদো। সঙ্গে জালের ঠিকানা খুঁজে পেয়েছেন ফ্রান্সের করিম বেনজেমা।

নিজেদের মাঠ হলেও প্রথমার্ধে তাদের হতাশ করেছে ভিগো। এই অর্ধে বহু চেষ্টা করেও গোল আদায় করতে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। কিন্তু বিরতির পর রিয়ালের মুখে হাসি ফুটিয়েছেন বেনজেমা। ৬৭ মিনিটে গোল করেছেন তিনি।

রেফারির শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত সময়টুকু ছিল রোনালদোর। প্রতিপক্ষের জালে ২ বার বল পাঠিয়েছেন তিনি। খেলার ৮২ ও অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিট) গোল ২টি করেছেন এই পর্তুগিজ উইঙ্গার।

এ জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। ৫ পয়েন্ট বেশি নিয়ে সবার আগে বার্সেলোনা।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর