thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

উইকেট পেতে মরিয়া আজমল

২০১৪ জানুয়ারি ০৭ ১৬:৪৮:২৮
উইকেট পেতে মরিয়া আজমল

দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করে হতাশ হয়েছেন সাঈদ আজমল। অথচ ওই ইনিংসে ক্যারিয়ার সেরা ব্যাটিং করেছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তার অপরাজিত ১৫৭ রানের বদৌলতেই পাকিস্তানকে বড় টার্গেট দিতে পেরেছে দল। যদিও টেস্ট শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

দ্বিতীয় টেস্টে জয় পেতে মরিয়া উভয় দল। সে হিসেবই কষছেন ২ দলের নেতা। পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ উল হক বলেছেন, ‘ব্যাটিংয়ের ওপর আমাদের আরও মনোযোগী হতে হবে। প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে অবশ্যই বড় স্কোর গড়তে হবে আমাদের।’

পাকিস্তান অধিনায়ক ব্যাটিংয়ের কথা বললেও প্রতিপক্ষের নেতা ম্যাথুস ভরসা রাখছেন স্পিনারদের ওপর। বলেছেন, ‘প্রথম টেস্টে দারুণ বোলিং করেছে স্পিনার সচিত্র। এই ধরনের পিচে এমন বোলিং করা সত্যি কঠিন।’

উইকেট পেতে মুখিয়ে রয়েছেন আজমল। ক্যারিয়ারে ৩১ টেস্ট খেলে কখনও এমন পরিস্তিতির মুখোমুখি হননি তিনি। দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারের বেশি বোলিং করেও কোনো উইকেট শিকার করতে পারেননি এই স্পিনার। তাই দুর্দান্ত ফর্মে থাকা ২ দলের লড়াই হবে আকষর্ণীয় এটাই প্রত্যাশা করছেন বোদ্ধারা। বুধবার ময়দানে লড়াইয়ে নামবে উভয় দল।

পাকিস্তান সম্ভাব্য দল : মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, খুররম মাঞ্জুর, শেন মাসুদ, আজহার আলী, আসাদ শফিক, ইউনিস খান, সরফরাজ আহমেদ, জুনায়েদ খান, সাঈদ আজমল, আব্দুল রেহমান, রাহাত আলী ও মোহাম্মদ আলী।

শ্রীলঙ্কা সম্ভাব্য দল : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, কুশল সিলভা, দিমুখ করুনারত্নে, কুসল পেরেরা, প্রসন্ন জয়াবর্ধনে, সুরঙ্গা লাকমাল, শামিন্দা ইরঙ্গা, নুয়ান প্রদীপ, সচিত্র সেনানায়েকে, রঙ্গনা হেরাথ, দিলরুওয়ান পেরেরা ও বিশ্ব ফার্নান্দো।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর