thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ছাড় দেবে না ব্রাদার্স, সতর্ক শেখ জামাল

২০১৪ জানুয়ারি ০৭ ১৯:০৮:৩০
ছাড় দেবে না ব্রাদার্স, সতর্ক শেখ জামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপ জিতে ফেভারিট তকমা এখন শেখ জামালের গায়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে চট্টগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারাতেই রয়েছে অভিজাত পাড়ার দলটি। বুধবার দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। শক্তির বিচারে পিছিয়ে থাকলেও প্রতিপক্ষকে ছাড় দিতে নারাজ ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নঈমুদ্দিন। এ ম্যাচ নিয়ে সতর্ক শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাইজেরিয়ান কোচ আফুসি যোসেফও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

আবাহনীর কাছে ১-০ গোলে হেরে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু হয়েছিল ব্রাদার্সের। এ কারণে জয়ের জন্য মরিয়া গোপীবাগের দলটির কোচ নঈমুদ্দিন। তিনি বলেছেন, ‘প্রতিপক্ষ সব সময়ই শক্তিশালী হয়। কিন্তু জয়ের জন্য আমরা নামব। শেষ ম্যাচটা আবাহনীর বিপক্ষে ছিল। ওই ম্যাচে ছেলেরা ভালো খেলেও জিততে পারেনি। শেখ জামালের বিপক্ষে ছেলেরা আগের ম্যাচের মতো ভুলগুলো যাতে না করে এ বিষয়ে লক্ষ্য থাকবে।’

দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘শেখ জামাল সেরা দল। কিন্তু আমাদের খেলোয়াড়রাও ভালো খেলছে। আবাহনীর বিপক্ষে দুর্ভাগ্যবশত আমরা হেরেছি। ওই ম্যাচের মতো পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচে থাকলে আমরাই জিতব।’ ইনজুরির কারণে শেখ জামালের বিপক্ষে মাঠে নামতে পারছেন না ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টোরি অ্যান্থনি।

ইনজুরি সমস্যা রয়েছে শেখ জামাল শিবিরেও। ইনজুরির কারণে হাইতির ফরোয়ার্ড সনি নর্দের এ ম্যাচে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে সনির খেলার বিষয়ে আশাবাদী দলের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল। তিনি বলেছেন, ‘প্রিমিয়ার লিগের সব দলই ভালো। তাই কোনো দলকেই খাটো করে দেখার কিছু নেই। ব্রাদার্স আগের ম্যাচে ভালো খেলেছে। তাই এ ম্যাচ নিয়ে আমরা একটু বেশি ভাবছি। দলে ইনজুরি সমস্যা অবশ্য রয়েছে। ইনজুরির কারণে সনির এ ম্যাচে নাও খেলতে পারে। কিন্তু আমরা বুধবার সকাল পর্যন্ত তার জন্য অপেক্ষা করবো।’

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না শেখ জামালের নাইজেরিয়ান কোচ আফুসি যোসেফ। তিনি বলেছেন, ‘আমাদের দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতিটি ম্যাচই জিততে হবে। তাই ব্রাদার্সের বিপক্ষে জয়ের বিকল্প কিছুই ভাবছি না।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ এনআই/জানুয়ারি ৭,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর