thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এক অধিনায়ক ৩ ফরম্যাটেই ফিট!

২০১৪ জানুয়ারি ০৭ ১৯:২১:৫৫
এক অধিনায়ক ৩ ফরম্যাটেই ফিট!

দ্য রিপোর্ট ডেস্ক : ৩ ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দিতে চান মহেন্দ্র সিং ধোনি৷ এমন কথা বলার পেছনে অনেকেই চোখ রাখছেন। কারণ এর আগে ধোনি জানিয়েছিলেন, বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিতে হলে একটা ফরম্যাটে খেলা ছাড়তে হতে পারে তাকে৷ সেই সিদ্ধান্ত নেবেন ২০১৩ সালের শেষে৷ এ দিন এক অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘বিশ্বকাপ যখন মাত্র এক বছর দূরে, তখন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না৷ এতে নতুন একজন ৭০-৮০ বা ৯০টা ম্যাচ খেলার সুযোগ পাবে না৷ যেটা বিশ্বকাপ খেলার জন্য জরুরি৷ নতুন কাউকে এখন নেতা হিসেবে ভাবাটা তার প্রতি সঠিক নয়৷ এই পর্যায়ে চাপ প্রচণ্ড, সবাইকেই এর মধ্যে দিয়ে যেতে হয়।’

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, শারীরিক দিক থেকে এই মুহূর্তে দারুণ জায়গায় রয়েছি৷ আমরা এখন যত ক্রিকেট খেলি, তারপরে আমি শারীরিক দিক থেকে যে জায়গায় আছি, তা দেখে নিজেকে ভাগ্যবান মনে করছি৷ এখন পর্যন্ত বেশ ভালোই চলছে সব কিছু৷ ভবিষ্যতে কী হবে বলতে পারব না, তবে এখন পর্যন্ত কোনও অসুবিধে হচ্ছে না।’

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ভালো শুরু করেও শেষ পর্যন্ত খারাপ ফল করা নিয়ে তার বক্তব্য, ‘হ্যা, একটা সেশনে খারাপ খেলেছিলাম আমরা৷ তার জন্য ওই সিরিজটা হারতে হয়েছে।’ একই সঙ্গে যোগ করেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফর থেকে বেশ কিছু ইতিবাচক দিক আছে৷ নতুনদের কাছে এই সফর একটা বড় অভিজ্ঞতা, যা সামনের সিরিজগুলোয় কাজে লাগবে৷ কয়েকজন বাদে অনেকেই বিদেশে বেশি টেস্ট খেলেনি৷ এদের কিছুটা সময় লাগবে, কিন্তু আমি বলব দক্ষিণ আফ্রিকা সফরে টিমের সার্বিক পারফরম্যান্স ভালোই হয়েছে।

তিনি যোগ করেছেন, ‘আমাদের বোলারদের প্রতিভার অভাব নেই। কিন্তু বিদেশের মাটিতে উইকেট নেওয়ার ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে৷ ওখানে আমাদের উন্নতি করা দরকার; আমাদের শেখার আছে৷’

(দ্য রিপোর্ট/এএস/সিজি/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর