thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ওয়ান্ডারার্সের জালে ৮ গোল আবাহনীর

২০১৪ জানুয়ারি ০৭ ১৯:৩২:০৪
ওয়ান্ডারার্সের জালে ৮ গোল আবাহনীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইউসিবি ক্লাব কাপ হকির উদ্বোধনী ম্যাচে ওয়ান্ডারার্স ক্লাবকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিলেন আবাহনীর খেলোয়াড়রা। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ওয়ান্ডারার্সকে।

খেলার ১৩ মিনিটে দ্বীন ইসলামের ফিল্ড গোলে এগিয়ে যায় গত আসরের রানার্স আপরা। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন খোরশেদুর রহমান। ২৪ মিনিটে নাইম উদ্দিন ও ২৮ মিনিটে হাসান যুবায়ের নিলয় গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফেভারিটারা।

বিরতির পর ৩৮ মিনিটে খোরশেদুর রহমান ব্যক্তিগত ও দলের পক্ষে পঞ্চম গোলটি করেছেন। ৪৬ মিনিটে আত্মঘাতী, ৪৮ মিনিটে হাসান যুবায়ের নিলয় এবং ৫৫ মিনিটে ওয়ান্ডারার্সের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকেছেন আশরাফুল ইসলাম।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ এনআই/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর