thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

নির্বাচন বর্জনের দাবি ঢাবি সাদা দলের

২০১৪ জানুয়ারি ০৭ ১৯:২৪:০৬
নির্বাচন বর্জনের দাবি ঢাবি সাদা দলের

ঢাবি প্রতিবেদক : দশম জাতীয় নির্বাচন বর্জন করে পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে মঙ্গলবার দুপুরে শিক্ষকদের ওপর হামলার বিচার ও ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ঢাবি সাদা দলের আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাবি শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. আখতার হোসেন খান, অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড, সিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. আব্দুর রশিদ, অধ্যাপক ড. তাহমিনা আক্তার টাপি, অধ্যাপক ড. সুকমল বড়ুয়া, অধ্যাপক সিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক জোবায়ের মোহাম্মদ এহসানুল হক, অধ্যাপক ড. আবুল বাশার প্রমুখ।

সভাপতির বক্তব্যে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. সদরুল আমিন বলেন, ‘দেশের জনগণ গত ৫ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এটি ছিল একটি অগণতান্ত্রিক নির্বাচন। একটি স্বাধীন দেশে তা কখনও কাম্য নয়। দেশের মানুষ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘এটি একটি পাতানো নির্বাচন। এ অগণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তারা হবেন অবৈধ সরকার। দেশের মানুষ তা কখনো মেনে নেবে না। আমরাও মানব না। এ নির্বাচন প্রমাণ করে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

অন্যান্য বক্তারা বলেন, সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায়। এ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। এর দায় দায়িত্ব এ সরকারকেই নিতে হবে। নির্বাচনে মাত্র ১৮ শতাংশ ভোট না পড়লেও নির্বাচন কমিশন (ইসি) ৩৯.৮১ শতাংশের কথা উল্লেখ করেছেন। এটি অত্যন্ত লজ্জাজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।’

(দ্য রিপোর্ট/জেএইচ/এনডিএস/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর