thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে লড়াই আজ

২০১৩ অক্টোবর ২৯ ০৮:৫২:৫৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে লড়াই আজ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আজ মঙ্গলবার। দিবা-রাতের ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ড্র করে স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডে সিরিজে নিজের মাঠে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামতে চায় মুশফিকরা। তবে ওয়ানডেতে ঘুড়ে দাঁড়াতে চায় কিউইরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর‌্যন্ত ২১টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশে জিতেছে ৫টিতে। তবে সর্বশেষ ২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০ তে ওয়ানডে সিরিজে জিতেছিলো টাইগাররা।

ওয়ানডে সিরিজ নিয়ে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘২০১০ সালের কথা মাথায় রেখেই এবারও সবগুলো ম্যাচ জিততে চাই। ৩-০ তে ওয়ানডে সিরিজ জয় কঠিন কিছু নয়। নিউজিল্যান্ড অনেক ভালো দল হলেও ঘরের মাঠে আমরাই সেরা। একটা সময় ছিলো দুই একজন ভালো খেললে সবাই খারাব খেলেছে। তবে এখন সেই দল নয় এখন এজন খারাব খেললে বাকি সবাই ভালো খেলে।’

নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককলাম বলেন, ‘তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা কঠিন চ্যালেঞ্জ হবে। দুই দলের লক্ষ্য সিরিজ জয়। তাই ওয়ানডে সিরিজ জয় খুব সহজ হবেনা। তার পরও আমরা জয়ের জন্যই মাঠে নামবো। আমরা চাইবো সবগুলো ম্যাচই জিততে। আমরা ২০১০ সালের সেই স্মৃতিও ভুলতে চাই।’

বাংলাদেশ: তামিম ইকবাল, এনামুল হক, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও আল আমিন।

নিউজিল্যান্ড: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, অ্যান্টন ডেভচিচ, গ্র্যান্ট ইলিয়ট, টম লাথাম, মিশেল ম্যাক্লিনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, জিমি নিশাম, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, কেন উইলিয়ামসন, রস টেলর।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর