thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মরিনহোর নয়া ছক

২০১৪ জানুয়ারি ০৭ ১৯:৪৮:০৩
মরিনহোর নয়া ছক

দ্য রিপোর্ট ডেস্ক : নতুন ছক নিয়ে নামছেন হোসে মরিনহোর দল! প্রতিপক্ষ কোনও দল নয়, ২ সুপারস্টারকে পেতে দাবার ছক এঁকেছে চেলসি৷ ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনি আর এসি মিলানের ম্যারিও বালোতেলিকে দলে পেতে বেজায় মরিয়া মরিনহো৷

শুরুতেই রুনিকে পেতে মরিয়া হয়েছিল আর্সেনাল৷ ডেভিড ময়েসের ম্যানইউ তাকে রাখার ব্যাপারে শুরুতে কিছুটা হলেও উদাসীন ছিল৷ কিন্তু শেষ পর্যন্ত রুনির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে৷ তার আগে আর্সেনালের পাশাপাশি দলবদলের বাজারে রুনিকে পেতে চেয়েছিল চেলসিও৷ দলবদলের দ্বিতীয়পর্বে ইংল্যান্ডের সুপারস্টার ফুটবলারকে পাওয়ার জন্য আবার মরিয়া হয়ে ওঠেছে তারা৷

ওয়েন রুনির সঙ্গে ৫ বছরের চুক্তি প্রায় শেষ হওয়ার পথে৷ বাকি মাত্র ১৮ মাস। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দলের হাতে রুনিকে তুলে দেয় কিনা ডেভিড ময়েসের ম্যানচেস্টার, সেই বড় প্রশ্ন৷ তবে রুনিকে নিতে গেলে চেলসির সমস্যাও কম নেই৷ চলতি বছরে দলবদলে প্রায় ৫ কোটি পাউন্ড ক্ষতি হয়েছে চেলসির৷ উয়েফার আর্থিক স্বচ্ছতার নিয়ম অনুযায়ী রুনিকে নিতে হলে অন্য কাউকে বিক্রি করতে হবে৷ কিন্তু মরিনহো আপাতত বলে দিয়েছেন, দাভিদ লুইস বা হুয়ান মাতাকে বিক্রি করার কোনও পরিকল্পনা নেই৷ তবে জানুয়ারি মাসের দলবদলে যদি রুনিকে পেতে চায় চেলসি, তার দাম উঠতে পারে ২ কোটি পাউন্ডের মতো৷

মরিনহোর দল এবার চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পেতে চাইছে৷ তাই দলবদলের দ্বিতীয় দফায় ঘর গোছাতে চাইছেন পর্তুগিজ কোচ৷ রুনির মতো ম্যারিও বালোতেলির জন্যও ঝাঁপাতে চলেছে চেলসি৷ ম্যানচেস্টারর সিটি থেকে এসি মিলানে যাওয়ার পর থেকে ইতালির স্ট্রাইকারের তেমন সাফল্য নেই৷ গালাতাসারে, আর্সেনাল, টটেনহ্যামের মতো টিমও তাকে পেতে চাইছে৷ তিনি যদি মিলান ছাড়েন, তার বদলি হিসেবে এডিন ডেকোকে নেওয়া হতে পারে৷


ইন্টার মিলানের কোচ থাকাকালীন মরিনহো পেয়েছিলেন বালোতেলিকে৷ সেই অঙ্কই মেলাচ্ছেন অনেকে৷ এমনও শোনা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই বালোতেলির এজেন্ট নাকি চেলসির সঙ্গে বৈঠকে বসতে ইংল্যান্ড উড়ে যাবেন৷ আর্সেনালও নতুন স্ট্রাইকারের খোঁজে বাজারে নেমেছে৷ ফুলহ্যামের স্ট্রাইকার দিমিতার বার্বাতভের জন্য ২ কোটি পাউন্ডের দর দিচ্ছে ওয়েঙ্গারের আর্সেনাল।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/আরকে/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর