thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এ বছর হবে কঠিন চ্যালেঞ্জের : মুশফিক

২০১৪ জানুয়ারি ০৭ ২১:১০:৪৮
এ বছর হবে কঠিন চ্যালেঞ্জের : মুশফিক

দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে দলের অনুশীলন বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও ২ দিন আগেই উপস্থিত অধিনায়ক মুশফিকুর রহিম; উদ্দেশ্য নিজেকে ফিট করে তোলা। বিজয় দিবস টোয়েন্টি২০ কাপের মাঝপথে চোট পাওয়ার পর মঙ্গলবার প্রথম অনুশীলন করেছেন তিনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ কর্মীদের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে ভাবনা, এশিয়া কাপে আফগানিস্তানের অন্তর্ভুক্তি ও দল নিয়ে পরিকল্পনার কথা।

শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের আগেই ফ্রাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে। শ্রীলঙ্কা ঢাকায় আসার আগেই টুর্নামেন্টের প্রথম দুটি পর্ব মাঠে গড়াবে ১২ থেকে ২১ জানুয়ারি। লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের আগে এ টুর্নামেন্টে খেলার প্রস্তুতিতে সাহায্য করবে কিনা এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেছেন, ‘অবশ্যই সাহায্য করবে। কারণ অনেক দিন ধরে আমরা দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলি না। এরকম পরিস্থিতিতে ২টা ৪ দিনের ম্যাচ খেলতে পারলে খুবই ভালো হবে। কারণ অনুশীলন ম্যাচের বিকল্প কিছু নেই। বিসিএল গত বছরও হয়েছিল। এখানে সেরা ৪টা দল খেলে। খেলার মান ভালো থাকে।’

ইনজুরির বিষয়ে মুশফিক জানিয়েছেন, ‘ট্রিটমেন্ট ভালো হয়েছে। চিকিৎসকের পরামর্শে ৫/৬ দিন আগে রানিং শুরু করেছি। শেষ ৪ দিন ধরে সাইক্লিং করছি।’

ইনজুরি কি আপনার ব্যাটি ধারাবহিকতায় প্রভাব ফেলতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ‘আমার একটা ব্রেক দরকার ছিল তবে এভাবে যে চাচ্ছিলাম তা না। ৪/৫ দিনের একটা ব্রেক পেয়েছি। মানসিকভাবে এখন অনেক রিলাক্স ফিল করছি। এ জন্যে আগে থেকে অনুশীলন করা।’

চলতি বছরটাকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মুশফিক। বলেছেন, ‘ গত বছর আমাদের ভালো কেটেছে। এ বছরটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। ব্যক্তিগত কিংবা দলীয় যে কেনা অর্জনই বড় চ্যালঞ্জ হিসেবে থাকবে এ বছর।’

শ্রীলঙ্কা সিরিজ নিয়ে মুশফিক বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের রেকর্ডটা অনেক ভালো। গতবার শ্রীলঙ্কার গিয়ে ওদের বিপক্ষে ভালো খেলেছি। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/আরকে/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর