thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বার্সায় ক্যারিয়ারের ইতি টানা কঠিন : জাভি

২০১৪ জানুয়ারি ০৮ ১৪:০৭:১৬
বার্সায় ক্যারিয়ারের ইতি টানা কঠিন : জাভি

দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনের ক্লাব বার্সেলোনার হয়ে আলো ছড়াচ্ছেন জাভি। কিন্তু প্রিয় ক্লাবের হয়ে ক্যারিয়ার শেষ করার বিষয়ে সন্দিহান খোদ এই মিডফিল্ডার। তিনি বলেছেন, ‘ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত বার্সায় থাকা খুবই কঠিন। তবে অবসরের পর কোচিংকে পেশা হিসেবে বেছে নেব কিনা, তাও ভাবিনি।’

এ মাসের শেষে ৩৪ বছর বয়স পূর্ণ করবেন জাভি। এরই মধ্যে বার্সার সঙ্গে ২০১৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি। চলতি মৌসুমে বার্সার হয়ে খেলেছেন ২২ ম্যাচ।

কাতালানদের হয়ে ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত পারফর্ম করার বিষয়ে জোর দিয়েছেন জাভি। যদিও দুর্দান্ত এই ক্লাবের হয়ে এমন স্বপ্নের বাস্তবায়ন খুবই কঠিন। তিনি বলেছেন, ‘বার্সায় কারিয়ারের ইতি টানা খুবই কঠিন। আমি জানি না, বার্সায় ক্যারিয়ার শেষ করতে পারব কিনা। সত্যি বলতে কী- জানি না, কী ঘটবে ভবিষ্যতে।’

(দ্য রিপোর্ট/সিজি/শাহ/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর