thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কোয়ার্টার ফাইনালে ফেরার

২০১৪ জানুয়ারি ০৮ ১৭:৩৬:১৬
কোয়ার্টার ফাইনালে ফেরার

দ্য রিপোর্ট ডেস্ক : কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে ডেভিড ফেরারকে চমকে দিয়েছিলেন ডোনাল্ড ইয়াং। তবে চমক ধরে রাখতে পারেননি তিনি। শেষপর‌্যন্ত যুক্তরাষ্ট্রের তারকাকে হারিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন ফেরারই।

অকল্যান্ড ওপেনের বর্তমান চ্যাম্পিয়নের শুরুটা ভালো হয়নি। প্রথম সেটেই হোঁচট খেয়েছেন ফেরার। তাকে ৭-৬ (৫/৭) গেমে হারিয়েছেন ডোনাল্ড।

কিন্তু শুরুর ধাক্কা সামলে দ্রুতই কোর্টের লড়াইয়ে ফিরেছেন ফেরার। দ্বিতীয় সেটে ৬-৩ ও তৃতীয় ও শেষ সেটে ৬-১ গেমে ডোনাল্ডকে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী পর্ব নিশ্চিত করেছেন তিনি।

জয়ের পর এক প্রতিক্রিয়ায় প্রতিযোগিতার তৃতীয় বাছাই ফেরার বলেছেন, ‘শুরুটা ভালো হয়নি। তার পরও ঘুরে দাঁড়াতে পেরেছি। কারণ শেষ দিকে নিজের খেলাটা খেলতে পেরেছিলাম আমি।’

(দ্য রিপোর্ট/সিজি/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর