thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঊষার ১৩ আজাদের ১

২০১৪ জানুয়ারি ০৮ ১৮:১৩:৪৫
ঊষার ১৩ আজাদের ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইউসিবি ক্লাব কাপ হকিতে উড়ন্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র। বুধবার নিজেদের প্রথম ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবের জালে গুনে গুনে ১৩ বার বল পাঠিয়েছে পুরনো ঢাকার দলটি।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩ মিনিটে জাহিদ বিন তালিবের ফিল্ড গোলে করে এগিয়ে নিয়েছেন ঊষাকে। ৪ মিনিটে মোহাম্মদ মহসিনের গোলে সমতায় ফিরেছে আজাদ। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে ফের এগিয়ে দিয়েছেন ঊষার পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন।

২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়িয়েছেন বল্লাল হোসেন (৩-১)। ২৫ ও ২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই আরো ২টি গোল করেছেন চয়ন। ৩৩ মিনিটে সারোয়ার হোসেন ফিল্ড গোল করলে ৬-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফেভারিটরা।

বিরতির পর আরো আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন ঊষার খেলোয়াড়রা। ৪৩ মিনিটে কৃষ্ণা কুমার ও ৪৮ মিনিটে কৌশিক ফিল্ড গোল করলে ব্যবধান বেড়েছে(৮-১)। ৫৩ মিনিটে তাপস বর্মন, ৫৫ মিনিটে কৃষ্ণা কুমার, ৫৭ মিনিটে চয়ন, ৬০ মিনিটে জাহিদ এবং ৬৯ মিনিটে কৌশিক গোল করলে ১৩-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ঊষা।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/আরকে/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর