thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গুরগাঁও দাবায় ৭৪তম স্মরন

২০১৪ জানুয়ারি ০৮ ১৯:১৬:৩৩
গুরগাঁও দাবায় ৭৪তম স্মরন

দ্য রিপোর্ট প্রতিবেদক : গুরগাঁও আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবায় ৬ পয়েন্ট নিয়ে ৭৪তম হয়েছেন বাংলাদেশের দাবাড়ু এসএম স্মরন। এ ছাড়া বাংলাদেশের সায়মন সিদ্দিকুর রহমান ৫.৫ পয়েন্ট পেয়ে ১০৪তম এবং ৫ পয়েন্ট করে পেয়ে শরীফ হোসেন ১০৭তম ও যোয়ার হক প্রধান ১১২তম হয়েছেন।

বুধবার ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও শহরে শেষ রাউন্ডে স্মরন ভারতের সুভায়ন কুন্ডকে ও সায়মন ভারতের কাউর পালকিনকে হারিয়েছেন। তবে শরীফ ভারতের গুরুং রাকেশের কাছে ও যোয়ার ভারতের ফিদে মাস্টার হেমাল মানিষের কাছে হেরেছেন।

৮ পয়েন্ট নিয়ে জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার সানিকিডজে তরনাইকি চ্যাম্পিয়ন, আমেরিকার গ্র্যান্ড মাস্টার জিয়াদিনভ রেসিট রানার-আপ, ভারতের আন্তর্জাতিক মাস্টার সোয়ামস মিশ্রা তৃতীয় ও কার্তিক ভিএপি চতুর্থ স্থান অধিকার করেছেন।

প্রতিযোগিতায় ১০টি দেশের ১৩জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ১১ জন আন্তর্জাতিক মাস্টারসহ ২৫২ জন দাবাড়ু অংশগ্রহণ করেছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর