thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কেপি-ফ্লাওয়ার মহাবিরোধ

২০১৪ জানুয়ারি ০৮ ১৯:৩১:৪০
কেপি-ফ্লাওয়ার মহাবিরোধ

দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ান শিবিরে চলছে অ্যাসেজ বিজয়ের উৎসব৷ ঠিক সেই সময়ে কেভিন পিটারসেনকে নিয়ে চলছে বিস্তর জল্পনা৷ ইংল্যান্ড দলে বিরুপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেভিন পিটারসেনের ওপর বেজায় চটেছেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। বলেছেন, হয় কেপি থাকবে, নয় আমি!’

হোয়াইটওয়াশ করে অ্যাসেজ জয় উদযাপনের এর থেকে ভালো জায়গা আর কী হতে পারে! অস্ট্রেলিয়া নামটা শুনলেই যে সিডনি অপেরা হাউসের ছবিটা চোখে ভেসে ওঠছে। সেখানেই ক্লার্ক অ্যান্ড কোং মঙ্গলবার সকালে হাজির৷ মেঘলা আকাশের নীচে অ্যাসেজ জয় পালনের মূল উদ্যোক্তা অস্ট্রেলীয় প্রেসিডেন্ট টনি অ্যাবট৷ হুল্লোড়ে মাতলেন প্রচুর ভক্ত৷ মিচেল জনসন, ব্র্যাড হ্যাডিনের মতো তারকারা অটোগ্রাফ বিলোলেন খুল্লমখুল্লা৷ হাসি মুখে ছবি তুলেছেন ভক্তদের সঙ্গে৷ ক্রিস রজার্স আবার মঞ্চে নেচেও নিয়েছেন৷

উল্টো দিকে পিটারসেনকে নিয়ে জল্পনা অব্যাহত৷ কেপি বলেছেন, 'আমি ইংল্যান্ডের সব ভক্তকে তাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ দিতে চাই৷ ২০১৫ সালে পরের অ্যাসেজেই ট্রফি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।’ অস্ট্রেলিয়া যখন মত্ত সিডনি অপেরা হাউসের সামনে উৎসব, তখন পিটারসেন স্ত্রী জেসিকা টেলর ও ছেলে ডিলানকে নিয়ে ছুটি কাটাচ্ছেন বন্ডি বিচে৷ কেপি মেজাজে ছুটি কাটালেও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড খুব স্বস্তিতে নেই৷ অধিনায়ক অ্যালিস্টার কুক, নতুন ম্যানেজিং ডিরেক্টর পল ডাউন্টন এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসবেন অ্যান্ডি ফ্লাওয়ার৷ সেখানে বিস্তারিত আলোচনা হওয়ার কথা কেপির ভবিষ্যত্‍‌ নিয়ে৷ এমনকী অন্য ২ সিনিয়র- ইয়ান বেল ও জেমস অ্যান্ডারসনও এখন আতস কাচের নীচে৷

পিটারসেনের বক্তব্য ছিল, ২০১৫-১৬ দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত খেলবেন৷ ইংল্যান্ডের হয়ে টেস্টে ১০ হাজার রান করবেন৷ তাতে আশ্বস্ত হয়েছিলেন ফ্লাওয়ার৷ আর সিরিজের শেষে পিটারসেনের ভবিষ্যত্‍‌ নিয়ে প্রশ্ন উঠলে ফ্লাওয়ার বলে দিয়েছেন, ‘কোনও একজন ব্যক্তি নিয়ে কথা বলাটা ঠিক নয়।’ জুনে শ্রীলঙ্কা যাবে ইংল্যান্ডে খেলতে৷ সেই টেস্টে কী দলে হওয়া উচিত, তা নিয়ে সাবেক ইংলিশ ক্রিকেটাররা তাদের পছন্দের দলও জানাচ্ছেন৷ মাইকেল ভন, স্টিভ হার্মিসন, ফিল টাফনেলরা সবাই কেপিকে দলে রেখেছেন৷ কিন্তু শেষ পর্যন্ত তা কি ঠিক থাকবে কিনা তা নিয়ে বেজায় প্রশ্ন থাকছে।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/রা/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর