thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

ডার্লিংটনের হ্যাটট্রিকে জয়ী জামাল

২০১৪ জানুয়ারি ০৮ ২০:২৪:৫২
ডার্লিংটনের হ্যাটট্রিকে জয়ী জামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বুধবার নাইজেরিয়ান ফরোয়ার্ড ডার্লিংটনের হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়েছে ফেডারেশন কাপ জয়ীরা।

ইনজুরির কারণে ব্রাদার্সের বিপক্ষে অনুপস্থিত ছিলেন শেখ জামালের হাইতির ফরোয়ার্ড সনি নর্দে। তার অভাব বুঝতে দেননি নাইজেরিয়ান ফরোয়ার্ড ডার্লিংটন। ৩ গোলের পাশাপাশি চতুর্থ গোলের যোগানদাতাও ছিলেন তিনি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৮ মিনিটে ডার্লিংটনের গোলেই এগিয়ে গেছে হলুদ-নীল শিবির। প্রতিপক্ষের বিপদ সীমানায় নাইজেরিয়ান মিডফিল্ডার ওকেমেরির লো ক্রসে বলের গতি পরিবর্তন করে ব্রাদার্সের জাল কাঁপিয়েছেন ডার্লিংটন। ২৭ মিনিটে পেনাল্টি থেকে ঘানাইয়ান ফরোয়ার্ড ইসা ইউসুফের গোলে সমতায় ফিরেছে গোপীবাগের দলটি। বক্সে ব্রাদার্সের নাইরেজিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকে শেখ জামালের ডিফেন্ডার লিংকন অবৈধভাবে বাধা দিলে পেনাল্টির নির্দেশ দিয়েছেন রেফারি।

৩২ মিনিটে সোহেল রানার ক্রসে ব্রাদার্সের এক ডিফেন্ডার ও গোলরক্ষক রুঘুকে কাটিয়ে শেখ জামালকে ফের এগিয়ে দিয়েছেন ডার্লিংটন। ৩৫ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেছেন এ নাইজেরিয়ান। নাসিরের ক্রসে হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসনের পা ঘুরে ফাঁকা পোস্টে বল পালিয়ে ব্যক্তিগত ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেছেন ডার্লিংটন। এটি চলতি লিগের দ্বিতীয় হ্যাটট্রিক। লিগের প্রথম ম্যাচে শেখ রাসেলের হয়ে উত্তর বারিধারার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন মিঠুন চৌধুরী।

বিরতির পর জয় নিশ্চিত ভেবে খেলার ধরণ পাল্টেছে শেখ জামাল। দ্বিতীয়ার্ধে ডিফেন্স মজবুত রেখে আক্রমণে যাওয়াটাই যেন লক্ষ্য ছিল ফেভারিটদের। ৫৪ মিনিটে অবশ্য এ মজুদ ডিফেন্স গলে আক্রমণে গিয়েছিলেন ব্রাদার্সের ফরোয়ার্ড জুয়েল রানা। ২ ডিফেন্ডারকে কাটিয়ে জুয়েলের নেওয়া শটটি রুখে দিয়েছেন শেখ জামালের গোলরক্ষক জিয়া। উল্টো ৮১ মিনিটে আরো একটি গোল হজম করতে হয়েছে নঈমুদ্দিনের শিষ্যদের। ডালিংটনের হেডে ওয়েডসনের ভলি চতুর্থবারের মতো জাল কাঁপিয়েছে ব্রাদার্সের।

পরিকল্পনা মতো খেলায় পূর্ণ ৩ পয়েন্ট এসেছে বলে মন্তব্য করেছেন শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসি। তিনি বলেছেন, ‘পরিকল্পনা মোতাবেক খেলে পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে আনন্দিত আমি। ফেডারেশন কাপ জিতে আত্মবিশ্বাস বেড়েছে তা ধরে রেখে আমরা লিগের শিরোপা জয়ের লক্ষ্যে ধাপে ধাপে এগুচ্ছি। ফেডারেশন কাপে মোহামেডানের বিপক্ষে চোট পেয়েছিলেন সনি নর্দে। তার সেই চোট এখনও পুরোপুরি সারেনি। তাই লিগের প্রথম ২ ম্যাচে তাকে খেলায়নি। তবে ওর অভাব বুঝতে দেয়নি ডার্লিংটন ও ওয়েডসন।’

হ্যাটট্রিকম্যান ডার্লিংটন বলেছেন, ‘হ্যাটট্রিক করা অনেক কঠিন কাজ। সেই কাজটি করতে পেরেছি বলে খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা; দল জিতেছে। এ নিয়ে ক্যারিয়ারে চতুর্থ হ্যাটট্রিক করলাম। এর আগে নাইজিরিয়ান লিগে ৩টি হ্যাটট্রিক করেছি।’

প্রথম ম্যাচে শেখ জামাল ৩-১ গোলে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে।

অন্যদিকে এটা ব্রাদার্সের দ্বিতীয় হার। প্রধম ম্যাচে আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছিল গোপীবাগের দলটি।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/জানুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর