thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446
কাজী জামশেদ নাজিম

দ্য রিপোর্ট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এরশাদ ‘নাটক’

২০১৪ জানুয়ারি ০৮ ২২:২৫:১৩
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এরশাদ ‘নাটক’

শুধু রাজনৈতিক মাঠে নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলছে এরশাদ `নাটক।’ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) কী অবস্থায় আছেন এই তথ্য নিয়ে ‘নাটকীয়’ কিছু চিঠি চালাচালি হচ্ছে।

সর্বশেষ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এরশাদ সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপ-সচিব খায়রুল কবীর নোমান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্পর্কে জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়া হয়। তার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দফতরের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে একটি চিঠি দিয়েছে। ডিএমপির ফিরতি চিঠিটি পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বর্তমান অবস্থা’ জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়। তার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দফতর থেকে ১৫ ডিসেম্বর পুলিশ সদর দফতরে একটি চিঠি ইস্যু করে। পরবর্তীকালে ১৯ ডিসেম্বর ‘জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বর্তমান অবস্থা’ সম্পর্কে ডিএমপি যুগ্ম কমিশনার (ক্রাইম এন্ড অপ্স) পুলিশ সদর দফতরে একটি প্রতিবেদন দেন।

প্রতিবেদনে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে তার শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ, ঢাকায় ভর্তি করা হয়েছে বলে বিভিন্ন মিডিয়া সূত্রে জানা গেছে। কিন্তু সিএমএইচ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। এ সম্পর্কে সিএমএইচ কর্তৃপক্ষ ঢাকা মেট্রোপলিটন পুলিশকে কোনো কিছু অবহিত করে নাই বিধায় এ বিষয়ে তথ্য জানানো সম্ভব হল না।

প্রসঙ্গত, এ দিকে নির্বাচনে না থেকে জয়ী হয়েছেন এরশাদ। কিন্তু তিনি নির্বাচনে না যাওয়ার প্রশ্নে অনড় ছিলেন। রহস্যজনকভাবে র‌্যাব সদস্যরা ১২ ডিসেম্বর তাকে আটক করে। এরপর তাকে নিয়ে কেউ কোনো মন্তব্য করেনি। পরে র‌্যাবের মিডিয়া উইং-এর পক্ষ থেকে বলা হয়, এরশাদ অসুস্থ, তাকে সিএমএইচ-এ রাখা হয়েছে। আজও দেশবাসী এরশাদ সম্পর্কে স্পষ্ট কিছু জানেন না বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

(দ্য রিপোর্ট/কেজেএন/এসবি/রা/এনআই/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর