thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

খাজা-মার্শ-ডুলানের লড়াই

২০১৩ অক্টোবর ২৯ ১২:১৯:৪২
খাজা-মার্শ-ডুলানের লড়াই

দিরিপোর্ট২৪ ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ শুরুর আগে জাতীয় দলের ব্যাটিং লাইনআপে ছয় নম্বরে স্থান পাওয়ার যুদ্ধে অবতীর্ণ হবেন উসমান খাজা, শন মার্শ ও আলেক্স ডুলান। তিনজনের মধ্যে কে মূল একাদশে জায়গা পাবেন, তার প্রমাণ হবে সফরকারী ইংলিশ দলের বিপক্ষে খেলে।

আগামী ৬ নভেম্বর ট্যুর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। এ জন্য অসি ‘এ’ দলের স্কোয়াডে ডাক পেয়েছেন উসমান খাজা, শন মার্শ ও অ্যালেক্স ডুলান।

অস্ট্রেলিয়া ‘এ’ দল : মোসেস হানরিক (অধিনায়ক), গ্নেন ম্যাকওয়েল, ট্রেন্ট কোপল্যান্ড, বেন কাটিং, অ্যালেক্স ডুলান, কালাম ফার্গুসন, জন হল্যান্ড, উসমান খাজা, মাইকেল ক্লিঞ্জার, শন মার্শ ও টিম পাইন।

(দিরিপোর্ট২৪/সিজি/এমএআর/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর