thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নেগ্রেদোর ৩, ম্যানসিটির ৬

২০১৪ জানুয়ারি ০৯ ১৩:৫২:৪৪
নেগ্রেদোর ৩, ম্যানসিটির ৬

দ্য রিপোর্ট ডেস্ক : ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নেগ্রেদোর হ্যাটট্রিক গোলে তারা ৬-০ ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে।

ম্যানুয়েল পেল্লেগ্রেনির শিষ্যরা রীতিমতো ছেলেখেলা করেছে ওয়েস্ট হ্যামকে নিয়ে। ২ অর্ধেই আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি। অবশ্য গোল উৎসবের শুরু করেছেন নেগ্রেদো।

প্রতিপক্ষের জালে ৩ বার বল পাঠিয়েছেন। নেগ্রেদো ছাড়া ২টি গোল করেছেন জোকো আর বাকি গোলটি ইয়াইয়া তোরের।

ম্যানসিটির ম্যাচে এক কথায় অসহায় ছিল ওয়েস্ট হ্যাম। ঘরের মাঠে তাদের পাত্তাই দেয়নি স্বাগতিকরা। এ জন্য বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।

(দ্য রিপোর্ট/সিজি/এএল/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর