thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

হাজারীবাগ থানার ওসি গুলিতে আহত!

২০১৩ অক্টোবর ২৯ ১২:৫০:১৫
হাজারীবাগ থানার ওসি গুলিতে আহত!

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : হাজারীবাগ থানার ওসি কাজী মাঈনুল ইসলাম (৪২) ককটেলের আঘাতে নন, শটগানের গুলিতে আহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এইচ এ নাজমুল হাকিম শাহীন এ কথা বলেন।

রাজধানীর ধানমন্ডি এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় মঙ্গলবার ভোরে পিকেটারদের বাধা দিতে গিয়ে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অস্ত্রোপচার শেষেঢামেকের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এইচ এ নাজমুল হাকিম শাহীন জানান, তার ডানপায়ের হাঁটুর ওপরে সাতটি গোলাকারের ক্ষতচিহ্ন দেখা গেছে। এ ধরনের ক্ষত ককটেল জাতীয় বিস্ফোরক থেকে নয়, শটগানের গুলি থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে হাজারীবাগ থানার অপারেশন অফিসার সুখেন চন্দ্র সরকার জানিয়েছিলেন, সকাল পৌনে ৭টার দিকে পশ্চিম ধানমন্ডি এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় হাজারীবাগ থানার ওসি কাজী মাঈনুল ইসলাম মিছিলে বাধা দেন। পিকেটাররা তাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে ডান পায়ে আঘাত পান তিনি।

(দিরিপোর্ট২৪/এন/এএস/জেএম/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর