thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

প্রথম ওয়ানডেতে বিশ্রামে জনসন

২০১৪ জানুয়ারি ০৯ ১৫:৪৭:২৯
প্রথম ওয়ানডেতে বিশ্রামে জনসন

দ্য রিপোর্ট ডেস্ক : টেস্টে দারুণ খেলেছেন পেসার মিচেল জনসন। তার পারফর্মে খুশি কোচ ড্যারেন লেহমান। এ জন্য ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে তাকে বিশ্রাম দিয়েছেন কোচ।

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে মাইকেল ক্লার্কের দল। ৩৭টি উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন বাঁহাতি পেসার জনসন। তবে ওয়ানডের প্রথম ম্যাচে তাকে দেখা যাবে না। আগামী রবিবার উদ্বোধনী ম্যাচে না খেললেও ১৭ জানুয়ারি ব্রিসবেনে দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলবেন বলে জানিয়েছেন কোচ।

টানা সিরিজ খেলে ক্লান্ত জনসন। তাই কিছুটা বিশ্রাম দিতেই তাকে প্রথম ওয়ানডেতে রাখেননি লেহমান। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘নিঃসন্দেহ, দারুণ একটা মৌসুম কাটাছে জনসন। ওর একটু বিশ্রামের প্রয়োজন। তাতে বাকি ম্যাচগুলোতে আরও ভালোভাবে খেলতে পারবে।’

অবশ্য নিজের শহর ব্রিসবেনে জনসন খেলবেন বলে জানিয়েছেন লেহমান। বলেছেন, ‘অবশ্যই ব্রিসবেনে খেলবে জনসন। এটা ওর নিজের শহর। তাই আমিও চাই খেলুক স্থানীয় হিরো।’

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর