thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সোনালী ব্যাংকের জয়

২০১৪ জানুয়ারি ০৯ ১৭:৩৩:৪৯
সোনালী ব্যাংকের জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইউসিবি ক্লাব কাপ হকিতে জয় পেয়েছে সোনালী ব্যাংক। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার তারা ৪-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে।

বিজয়ী দলের পক্ষে পেনাল্টি কর্নার থেকে এনামুল কবীর তুর্য্য ২টি এবং মাসুম ও মানিক একটি করে ফিল্ড গোল করেছেন। ওয়ান্ডারার্সের হয়ে একটি গোল পরিশোধ করেছেন তাহের আলী।

একই মাঠে আজাদ স্পোর্টিং ক্লাব ও অ্যাজাক্সের মধ্যকার দিনের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ২৪ মিনিটে রাজিব দাসের গোলে এগিয়েছিল আজাদ। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা এনেছেন অ্যাজাক্সের নুরুন্নবী রুপম।

শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঊষা ও অ্যাজাক্স। দ্বিতীয় ম্যাচে গত আসরের রানার্স আপ আবাহনী লড়বে সোনালী ব্যাংকের বিপক্ষে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/আরকে/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর