thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রামপালে তাপবিদ্যুৎ প্রকল্পের স্থিতাবস্থার রিট খারিজ

২০১৩ অক্টোবর ০৬ ১৬:২৫:৩৪
রামপালে তাপবিদ্যুৎ প্রকল্পের স্থিতাবস্থার রিট খারিজ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ওপর স্থিতাবস্থা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২৯ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের চারজন আইনজীবী রিট আবেদনটি করেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হলে ২ অক্টোবর বেঞ্চের একজন বিচারপতি বিব্রতবোধ করেন। পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি তা এই বেঞ্চে পাঠান।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।
মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
সমরেন্দ্রনাথ বলেন, রিটে পর্যাপ্ত সারবত্তা না থাকায় আদালত তা সরাসরি খারিজ করে দিয়েছেন।
(দিরিপোর্ট২৪/এএস/এইচএস/অক্টোবর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর